কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- রাসায়নিক সারের কালোবাজারি সহ সাত দফা দাবিতে বিডিও কাছে স্মারকলিপি দিল সারা ভারত কৃষক সভা। এদিন কোচবিহার ১ নং ব্লকে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে ওই স্মারকলিপি দেন ওই কৃষক সংগঠন। এদিন সেখানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা সারা ভারত কৃষক সভার সহ সভাপতি আকিক হাসান, কৃষক নেতা শিবেন দেব,আবুল হোসেন সহ অন্যান্য নেতৃত্বরা।
তাদের দাবিগুলি হল, রাসায়নিক সারে কালোবাজারি অবিলম্বে বন্ধ করতে হবে এমআরপি অনুযায়ী কৃষক যাতে সার প্রয়োগ করতে পারে তার প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা প্রশাসনকে গ্রহণ করতে হবে। সরকারি নির্ধারিত সহায়ক মূল্যে সরাসরি কৃষকদের নিকট হইতে নগদ ধান ক্রয় করতে হবে। রেগা প্রকল্পে ১০০ দিনের কাজকে ২০০ দিন চালু করতে হবে। ব্লকে বিস্তীর্ণ এলাকা এখনো সেচবিহীন এইসব এলাকায় সেচের ব্যবস্থা করতে হবে। ৬০ বছরের ঊর্ধ্বে সমস্ত কৃষকদের প্রতিবছর কৃষি পেনশনের ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে। প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মধ্যে সরকারকে বিনামূল্যে সার ও উন্নত মানের বীজ সরবরাহ করতে হবে। এবং কৃষকদের উৎপাদনের ক্ষেত্রে বিভিন্ন সময়ে ফসলের নানাবিধ রোগ আক্রমণে কৃষকদের সহযোগিতা ও পরামর্শের জন্য কৃষি প্রযুক্তি সহায়ক অবিলম্বে নিয়োগ করতে হবে। এসব দাবিকে নিয়ে আজ কোচবিহার ১ নং ব্লকের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এর কাছে স্মারকলিপি দেন সারা ভারত কৃষক সভা সংগঠন।