কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: সারের কালোবাজারি ও নিশীথ প্রামাণিকের গ্রেপ্তারের দাবিতে পথে নামার সিদ্ধান্ত নিলেন তৃণমূল কংগ্রেসের কৃষাণ ক্ষেতমজুর ইউনিয়ন। এদিন কোচবিহার জেলার দেশবন্ধু মার্কেট সংলগ্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের কৃষাণ ক্ষেতমজুর সংগঠনের দলীয় কার্যালয়ে জেলা কমিটির বর্ধিত বৈঠক হয়। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় আগামী দিনে সারের কালোবাজারি নিশিত প্রামাণিক সহ বিজেপির বিভিন্ন নেতাদের বিরুদ্ধে পথে নামবে তৃণমূল কংগ্রেসের কৃষাণ ক্ষেতমজুর ইউনিয়ন।
ওই বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের কৃষাণ ক্ষেতমজুর ইউনিয়নের কোচবিহার জেলার সভাপতি খোকন মিয়া, জেলা সহ-সভাপতি উপনে বর্মন, মাথাভাঙ্গা দুই নং ব্লকের সভাপতি সহিদার রহমান, মেখলিগঞ্জ ব্লক সভাপতি সুব্রত রায় বসুনিয়া, কোচবিহার ২নং ব্লকের সভাপতি রণজিৎ দাস সহ অনেকে।
এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের কৃষাণ ক্ষেতমজুর ইউনিয়নের কোচবিহার জেলা সভাপতি খোকন মিয়া জানান, আজকে আমাদের জেলার কিষান ক্ষেত মসজিদ ইউনিয়নের বর্ধিতসভা। সেই সভায় আমরা আগামী দিনের বিভিন্ন কর্মসূচি নিয়েছে। উল্লেখযোগ্য হল দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিষেধ প্রামানিক এর বিরুদ্ধে আলিপুর আদালতে আলিপুরদুয়ার আদালতে গ্রেফতারি পরোয়ানা জারি হয় তাকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়নি অবিলম্বে যেন তাকে গ্রেফতার করা হয় সেই দাবীকে সামনে রেখে পথে নামবে তৃণমূল কংগ্রেসের কৃষাণ ক্ষেতমজুর সংগঠন।