এক নাবালিকা কিশোরীর বিয়ে রুখে দিল পুলিশ।

0
189

নিজস্ব সংবাদদাতা, মালদা:- এক নাবালিকা কিশোরীর বিয়ে রুখে দিল পুলিশ। পাশে দাঁড়ালো দরিদ্র পরিবারের। দেওয়া হলো সমস্ত রকম সাহায্যের আশ্বাস। ফের মানবিক রূপ হরিশ্চন্দ্রপুর থানার পুলিশের। বাবা পরিযায়ী শ্রমিক হিসেবে রাজস্থানে কর্মরত। মায়ের সঙ্গে থাকে ১৪ বছরের কিশোরী মেয়ে। হরিশ্চন্দ্রপুর থানা এলাকার হত-দরিদ্র পরিবার। লোকের কাছে চেয়ে চিনতে চলে সংসার। বাবা মা সিদ্ধান্ত নেয় কষ্ট করে মেয়েকে বিয়ে দেবে। সোমবার বিয়ের উদ্দেশ্যে কিশোরী মেয়েকে নিয়ে বাবার কাছে রাজস্থানে যাচ্ছিল মা। কিন্তু মেয়ের বিয়ের প্রাপ্ত বয়স হয়নি। পুলিশের কানে খবর পৌঁছাতেই রুখে দিল পুলিশ। সাথে তাদের পরিবারের সমস্ত রকম দায়িত্ব নিয়েছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। সেই কিশোরীর মাকে কাজের ব্যবস্থা করে দিয়েছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। হরিশ্চন্দ্রপুর থানার পুলিশের ভুমিকাতে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী।