চাপনগর গ্রাম পঞ্চায়েতের কাটিকান্দর এলাকায় বেহাল রাস্তার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।

0
236

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-   গাজোল ব্লকের কাটিকান্দর  থেকে চাকনগর প্রায় চার কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। মঙ্গলবার সকালে চাপনগর গ্রাম পঞ্চায়েতের কাটিকান্দর এলাকায় বেহাল রাস্তার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। বিক্ষোভকারী গ্রামবাসীদের বক্তব্য,  রাস্তা মেরামতির দাবি একাধিকবার এলাকাবাসী তুললেও হচ্ছে না সুরাহা। রাস্তা সারাইয়ের   দাবি নিয়ে ইতিমধ্যে পঞ্চায়েত ও  ব্লক প্রশাসনিক মহলে দারস্ত হলেও হচ্ছে না সুরাহা । 

গ্রামবাসীদের অভিযোগ, বেহাল রাস্তার কারণে চলাফেরা  একেবারে অযোগ্য হয়ে পড়েছে। রাস্তা জুড়ে গর্ত তৈরি হয়েছে।  পঞ্চায়েত ভোটের আগে রাস্তা ঠিক  না হলে ভোট  বয়কটের  হুঁশিয়ারি দিয়েছেন এলাকাবাসীরা। পুরো বিষয়টি পঞ্চায়েতকেও জানিয়েছেন বাসিন্দারা। বেহাল রাস্তার পরিস্থিতি নিয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষ।