দুর্ঘটনা রুখতে পথ চলতি সাধারণ মানুষ থেকে শুরু করে যানবাহনকে সচেতনতার বার্তা রানাঘাট ট্রাফিক পুলিশের।

0
319

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  দুর্ঘটনা রুখতে পথ চলতি সাধারণ মানুষ থেকে শুরু করে যানবাহনকে সচেতনতার বার্তা রানাঘাট ট্রাফিক পুলিশের। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর নির্দেশে জুড়ে চলছে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি। দিনদিন পথদুর্ঘটনা বেড়েই চলেছে , পথচলতি সাধারণ মানুষকে সচেতনতা বাড়াতে রানাঘাট ট্রাফিক জেলা পুলিশের উদ্যোগে একটি বাইক রেলির আয়োজন করা হয়। শান্তিপুর গোবিন্দপুর বাজার থেকে শুরু হয় এই বাইক রেলি এবং শেষ হয় শান্তিপুর বাবলা বাইপাস। এই বাইক রেলিতে উপস্থিত ছিলেন রানাঘাট ট্রাফিক এর পক্ষ থেকে একাধিক আধিকারিকসহ সিভিক ভলেন্টিয়ার। রানাঘাট ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বলেন আগামী দিনেও মানুষের মধ্যে সচেতনতা ফিরিয়ে আনতে এভাবেই আমরা সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালন করব ।