বিভিন্ন এলাকায় পড়ে থাকা সরকারি জমিকে কাজে লাগিয়ে উন্নয়ন মূলক প্রকল্প গড়ে তোলার উদ্যোগ নিল শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ।

0
274

জলপাইগুড়়ি, নিজস্ব সংবাদদাতাঃ- বিভিন্ন এলাকায় পড়ে থাকা সরকারি জমিকে কাজে লাগিয়ে উন্নয়ন মূলক প্রকল্প গড়ে তোলার উদ্যোগ নিল শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ। পাশাপাশি তৈরি হয়ে থাকা বাংলার বাড়ি প্রকল্পের ঘর বিচরণ করা‌র বিষয় নিয়ে মঙ্গলবার জলপাইগুড়ি জেলাশাসকের দপ্তরে বৈঠক করেন এসজেডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী। জেলাশাসক ও
পুরসভার আধিকারিক‌দের সঙ্গে বৈঠক করেন তিনি। সৌরভ চক্রবর্তী জানান, জলপাইগুড়ি ও শিলিগুড়ি শহর ক্রমশই বাড়ছে। শিলিগুড়ির কাওয়াখালি এলাকায় ৪২২টি ফ্ল‍্যাট দেওয়া হচ্ছে।জলপাইগুড়ি জেলায় থাকা শিলিগুড়ির নৌকাঘাট এলাকায় সরকারি জমি রয়েছে। সেখানে একটি ছোট বাস টার্মিনাস গড়ে তোলার উদ্যোগ নিয়েছে এসজেডিএ কর্তৃপক্ষ। এসজেডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী জানান, নৌকাঘাট এলাকায় সরকারি জমিতে পুরোনো বিল্ডিং রয়েছে। সেটি ভেঙে দিয়ে খুব শীঘ্রই একটি ছোট বাস টার্মিনাস গড়ে তোলা হবে। বিভিন্ন প্রান্ত থেকে আসা গাড়িগুলো সেখানে থাকলে শিলিগুড়ির যানজট সমস্যা অনেক কম হবে বলে মনে করেন তিনি।