আবদুল হাই, বাঁকুড়াঃ হিন্দু সম্প্রদায়ের বিয়েকে কেন্দ্র করে একটি সম্পূর্ণ ভিন্নধর্মী ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায়। সাম্প্রদায়িক সম্প্রীতির এক শ্রেষ্ঠ নিদর্শন হিসাবে আজও বিরাজ করছে, অসহিষ্ণু জাতিকে দেখাচ্ছে নতুন আলোর পথ,আর যে পথে আছে শান্তি, আছে অনাবিল আনন্দ যে পথে আছে একে অপরের সুখ দুঃখ ভাগ করে নেওয়ার আন্তরিকতা।যখন সাম্প্রদায়িক অসহিষ্ণুতা সমগ্ৰ দেশকে গ্ৰাস করছে সেখানে দুটি গ্ৰাম অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। ব্যাপারটা হয়তো হজম হবে না এ সমাজের অনেকের,ভ্রু কুঁচকে হয়তো আকাশ পাতাল ভাবতে থাকবেন অনেক মানুষই। মনে মনে নিশ্চয়ই আগ্ৰহ প্রকাশ করছেন আর জানতে চাইছেন এরকম অদ্ভুত রীতি কোথায়? এ রীতি বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের সিমুলিয়া দশরথবাটি গ্ৰামে।এই গ্ৰামের কোন ছেলের বিয়ে হলে তারপর দিন বাড়ি ঢোকার আগে পীরবাবার মাজারে মেতে হবে । এই বাবার মাজারে সিন্নি না খাওয়া পর্যন্ত নতুন নববধূ দম্পতি বাড়িতে ঢুকতে পারবে না। আজকের এই দুর্লভ চিত্র যেন কবির ভাষাকে আবারও নতুন করে প্রাণ দেয়,মরা একই বৃত্তে দুটি কুসুম হিন্দু মুসলমান।
Home রাজ্য দক্ষিণ বাংলা বিয়ের পরদিন নববধূ দম্পতি পীরবাবার মাজারে সিন্নি খেয়ে তবেই বাড়িতে প্রবেশের রীতি।