মুখ থেকে কৌটা ছাড়িয়ে বাঁচিয়ে দেওয়া হলো শিয়াল।

0
237

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- মোহিত নগর জোড় দিঘি এলাকার দিবাকর দাস সন্ধ্যা বেলা লক্ষ্য করেন,একটি শিয়ালের মুখ কৌটার মধ্যে ডুকে আছে। এলাকার কয়েকজন কে নিয়ে চেষ্টা করেন শিয়ালটাকে বিপদ মুক্ত করতে।সকল চেষ্টা ব্যর্থ হয়। রাত এগারোটা নাগাদ খবর দেওয়া হয় গ্রীন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার পরিবেশ প্রেমীদের। খবর পেয়ে খবর পেয়ে গ্রীন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক তথা পরিবেশ প্রেমী অংকুর দাস, বন কর্মী সৌভিক মন্ডল সহ ঘটনাস্থলে পৌঁছে যায় গ্রীন জলপাইগুড়ি টিম। দীর্ঘ চেষ্টার পর প্লাষ্টিকের কৌটা কেটে বিপদ মুক্ত করা হয় শিয়ালটাকে।
কৌটা মুক্ত করার পর শিয়ালটা সুস্থ থাকায় ওখানেই ছেড়ে দেওয়া হয়।
দিবাকর দাস সহ এলাকাবাসীরা ধন্যবাদ জানান গ্রীন জলপাইগুড়ি টিম কে।
গ্রীন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক তথা পরিবেশ প্রেমী অংকুর দাস জানান,বন বিভাগের গরুমারা ওয়াইর্ল্ড লাইফের কর্মী সৌভিক মন্ডল দাদার সহযোগিতায় আমরা শিয়ালটার মুখ থেকে কৌটা কেটে দিয়ে ওকে বিপদ মুক্ত করি।বন কর্মী কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা স্বীকার করছি, আমাদের এক ডাকে এত রাতে সহযোগিতা করার জন্য।শিয়াল টাকে প্রানে বাঁচাতে পেরে আমরা খুশি।।