পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- অক্সিজেন সিলিন্ডারের ভাল্ব খুলতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। ভাল্ব ছিটকে এসে গুরুতর যখম হাসপাতলে কর্মরত এক আয়া। চোখ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা,মঙ্গলবার হাসপাতালের ফিমেল মেডিসিন ওয়ার্ডের এক রোগীকে অক্সিজেন সাপোর্ট দেওয়ার জন্য অক্সিজেনের ভাল্ব খুলছিলেন গায়ত্রী বসু রায় নামে হাসপাতালে কর্মরত এক বেসরকারি আয়া। হঠাৎই সিলিন্ডারের ভালব ছিটকে এসে তার চোখে লাগে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে তড়িঘড়ি ভর্তি করা হয় হাসপাতালেই চক্ষু বিভাগে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। গোটা ঘটনার কথা কার্যত স্বীকার করে নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালে সুপার ইন্দ্রনীল সেন জানিয়েছেন, দুর্ঘটনা কিভাবে ঘটলো তা ঘটিয়ে দেখা হবে। পাশাপাশি এই আয়া প্রশিক্ষিত ছিল কিনা সে বিষয়টিও খতিয়ে দেখা হবে হাসপাতালের তরফে, জানিয়েছেন হাসপাতালের সুপার।
Home রাজ্য দক্ষিণ বাংলা অক্সিজেন সিলিন্ডারের ভাল্ব খুলতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে, ভাল্ব...