ডি এর দাবিতে পুলিশের ব্যারিকেড ভেঙে বিক্ষোভ রাজ্যে সরকারি কর্মীদের সংগ্রামী যৌথ মঞ্চের, আন্দোলন প্রসঙ্গে নীরব শাসক দলের কর্মী সংগঠন।

0
216

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ- বুধবার রাজ্যে সরকারের কষাগার থেকে বেতন প্রাপ্ত কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে দীর্ঘ সময় থেকে বকেয়া ডি এর দাবিতে জেলা শাসকের কার্যালয় অভিযান রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে,
বলা যায় ধর্যের বাধ ভাঙার পূর্বাভাস।
সংগ্রামী যৌথ মঞ্চের আজকের আন্দোলন বিক্ষোভ নিয়ে আগে থেকেই প্রস্তুত ছিলো রাজ্যে সরকারের পুলিশ।
তবে দীর্ঘ সময় ধরে বেতন বৈষমের শিকার রাজ্যে সরকারি কর্মচারীরা এদিন কোনো বাঁধাই মানলেন না, পুলিশের ব্যারিকেড ঠেলে ভেঙে এগিয়ে চললেন আন্দোলনের মূল স্থলে।

এই বিক্ষোভ আন্দোলন প্রসঙ্গে, সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষে মনোজিৎ দাস রাজ্যে সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে যদি মহার্ঘ ভাতা প্রদান না করা হয় তাহলে আগামীতে কোনো ব্যারিকেড দিয়েই আটকানো যাবে না এই আন্দোলন।

যদিও মহার্ঘ ভাতা নিয়ে মূলত বামপন্থী রাজ্যে সরকারি কর্মচারীদের এই আন্দোলন প্রসঙ্গে শাসক দল প্রভাবিত সংগঠন রাজ্যে সরকারি কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে সহ কর্মীদের এই আন্দোলন প্রসঙ্গে কোনো মন্তব্য করা থেকে বিরত থাকতে দেখা যায় জেলা শাসক কার্যালয় চত্তরে।