ফালাকাটা ব্লকের জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়ত এলাকার দলগাঁও বনবস্তির মুন্সি লাইনে একটি বুনো হাতির মৃত্যুকে ঘিরে বুধবার সকাল থেকে চাঞ্চল্য তৈরি হয়েছে।

0
293

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়ত এলাকার দলগাঁও বনবস্তির মুন্সি লাইনে একটি বুনো হাতির মৃত্যুকে ঘিরে বুধবার সকাল থেকে চাঞ্চল্য তৈরি হয়েছে।স্থানীয় বাসিন্দারা দিনের আলো ফুটতেই একটি ফসল খেতের মধ্যে ওই হাতিটির নিথর দেহ পড়ে থাকতে দেখে বনদপ্তরে খবর দেন।আনুমানিক বছর ছয়-সাতের ওই পুরুষ হাতির মৃত্যুর কারন নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ঘটনার খবর পেয়ে ওই মুন্সি লাইনে ছুটে আসেন জলদাপাড়া জাতীয় উদ্যানের সহকারী বন্যপ্রাণী সংরক্ষক দেবদর্শন রায় সহ অন্যান্য বনকর্মীরা।মৃত্যুর প্রকৃত কারন জানতে হাতিটির মৃতদেহ জলদাপাড়ায় নিয়ে যাওয়া হয়েছে।সেখানেই ময়নাতদন্তের পর মৃতদেহটি পুড়িয়ে ফেলা হবে।