আবদুল হাই,বাঁকুড়াঃ বন্ধ ঘরের ভীতর থেকে এক অঙ্গনওয়াড়ি কর্মীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে তীব্র বাঁকুড়ার ইন্দপুর থানা এলাকার বৃন্দাবনপুর গ্রামে। মৃতার নাম ভারতি গোস্বামী (৫৫)। মঙ্গলবার রাতের এই ঘটনায় ঐ এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়িছে।
স্থানীয় সূত্রে খবর, অঙ্গনওয়াড়ি কর্মী ভারতি গোস্বামী বাড়িতে একাই থাকতেন, তাঁর স্বামি ও ছেলে কর্মসূত্রে বাইরে থাকেন। ঐদিন রাতে বন্ধ ঘরের ভীতর থেকে তাঁর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। পরে খবর পেয়ে ইন্দপুর থানার পুলিশ ঐ মৃতদেহ উদ্ধার করে। মাথায় ভারি কিছু দিয়ে আঘাতের কারণেই এই মৃত্যু বলে অনেকে মনে করছেন। কিন্তু কে বা কারা এবং কি কারণে এই খুনের ঘটনা স্পষ্ট নয় কারো কাছেই। সর্বশেষ পাওয়া খবর পর্যন্ত এই ঘটনায় কাওকে পুলিশ আটক বা গ্রেফতার করতে পারেনি। তবে পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্তের পাশাপাশি মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে।