হুগলি, নিজস্ব সংবাদদাতা ২৩ নভেম্বর ২০২২: কৃষকদের বকেয়া দাবিদাওয়া পূরণের ব্যাপারে আগামী ২৬ নভেম্বর গোটা দেশের সবকটি রাজ্যে যে ‘রাজভবন চলো’ কর্মসূচি অনুষ্ঠিত হতে চলেছে, বুধবার ‘সংযুক্ত কিষাণ মোর্চা’র পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির তরফে তার প্রচার চলল হুগলি জেলার বিভিন্ন জায়গায়। কেন্দ্র ও রাজ্য— এই উভয় সরকারের কাছে রাষ্ট্রীয় ক্ষেত্রে ও স্থানীয় ক্ষেত্রে কৃষকদের দাবিদাওয়ার বিষয়ে এদিন কামারপাড়া ও পোলবা, একতারপুরে প্রচার চালানো হয়।
কৃষিজীবী মানুষের রাজভবন অভিযানের বিষয়ে সাধারণ মানুষকে অবগত করা হয় এই প্রচার থেকে। এমএসপি আইন প্রণয়ন, কেন্দ্রীয় বিদ্যুৎ বিল-২০২০ বাতিল, কৃষিবিমা ও কৃষকদের পেনশন চালু করার মতো দাবিগুলোর ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হয়। বিলি করা হয় প্রচারপত্র। এদিন এই প্রচার কর্মসূচির নেতৃত্বে ছিলেন প্রবীণ কৃষক নেতা কল্যাণ সেনগুপ্ত, কার্তিক পাল, মুকুল কুমার, শেখ আনারুল ও সুশান্ত কাঁড়ি। এছাড়াও সংযুক্ত কিষাণ মোর্চা পশ্চিমবঙ্গের অন্যান্য নেতৃত্বও শামিল হয়েছিলেন প্রচার কর্মসূচিতে।