সি এ এ নিয়ে রাজ্যের শাসক দল এক বিশেষ অংশের মানুষকে যা বোঝাচ্ছে তা অসংবিধানিক : ডাঃ বাবু লাল বালা।

0
319

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ- সি এ এ নিয়ে রাজ্যের শাসক দল এক বিশেষ অংশের মানুষকে যা বোঝাচ্ছে তা অসংবিধানিক। আইনের কপি বাংলায় অনুবাদ করে গ্রামে পৌঁছবে বিজেপির উদ্বাস্তু সেল ।

বুধবার জলপাইগুড়ি জেলা বিজেপি কার্যালয়ে আয়োজিত বিজেপির উদ্বাস্তু সেলের উত্তরবঙ্গের দায়িত্বপ্রাপ্ত ইতিহাসের অধ্যাপক ডাঃ বাবু লাল বালা এমনটাই জানালেন। এদিন জেলার উদ্বাস্তু সেলের নেতৃত্ব কে অনুষ্ঠিত হয় এক বিশেষ বৈঠক। মূলত এন আর সি, এবং সি এ এ আইন নিয়েই মন্ডল স্তরের নেতৃত্বকে অবহিত কড়াই ছিলো বৈঠকের মূল লক্ষ বলে জানান তিনি, সি এ এ প্রসঙ্গে বিশিষ্ট কংগ্রেস নেতা কপিল সিব্বল দু হাজার কুড়ি সালে যে বয়ান দিয়ে ছিলেন তার উল্লেখ করে বাবু লাল বাবু বলেন, বর্তমান মুখ্যমন্ত্রী সি এ এ নিয়ে পশ্চিমবঙ্গের একটি বিশেষ অংশের মানুষকে যা বোঝাচ্চেন তা কপিল সিব্বালের করা মন্তব্য অনুযায়ী সংবিধান বিরোধী।
এবার বিজেপির উদ্বাস্তু সেল এই আইনের বাংলা তর্জমা করে সাধারণ মানুষের কাছে পৌঁছবে।