কোচবিহার রাসমেলা ১ কোটি আয় করলো কোচবিহার পৌরসভা।

0
407

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: কোচবিহারের ঐতিয্যবাহী রাসমেলা। আর ওই মেলা হয় কোচবিহার পৌরসভার অধীনে। রাসমেলা শুরু হয় ৮ নভেম্বর। সেই দিন থেকে রাসমেলায় মূলত ব্যবসা শুরু। সেই মেলায় কি রকম আয় করলো কোচবিহার পৌরসভা তা কাউন্সিলর দের সঙ্গে খোলা মেলা আলোচনা করেন চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ।

দীর্ঘ দিন ধরে প্রথা মেনে রাসমেলার মাঠে পৌরসভার অস্থায়ী কার্যালয়ে করা হয়। সেই কার্যালয়ে পৌরসভার বোর্ড মিটিং করা হয়। সেই বোর্ড মিটিং এ রাসমেলার আয় নিয়ে আলোচনা করা হয় কাউন্সিলর দের মধ্যে।

এদিন সংবাদমাধ্যমের সামনে পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ জানান, আমরা অতীতে অনেকে রাসমেলা আয় কি হয়েছে তা দেখেছি। কিন্তু সমস্ত রেকর্ড কে ছড়িয়ে গেছে এবারের আয়। আমরা রাসমেলাতে এবার কালেকশন বা আয় করেছি ১ কোটির বেশি টাকা। যদিও খরচ কি হয়েছে তা এখন জানা যায় নি। তবে মেলার বাকি যে কয়েকদিন রয়েছে তাতে আরো কিছুটা আয় বাড়বে বলে আশাবাদী চেয়ারম্যান।