তৃণমূলের বিক্ষোভ সমাবেশ থেকে বিজেপি সাংসদকে অপদার্থ সাংসদ বলে কটাক্ষ সভাধিপতির।

0
298

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- বিজেপিকে জবাব দিতে তৃণমূলের পাল্টা বিক্ষোভ সমাবেশ, বিজেপি সাংসদকে অপদার্থ সাংসদ বলে কটাক্ষ জেলা সভাধিপতির। তৃণমূলের সৈনিকরা মানুষের সেবায় কাজ করে কেন্দ্রের উন্নয়নের টাকা লুট করে ফুর্তি করে ঘুরে বেড়ায় না, এই ভাষাতেই তীব্র আক্রমণ বিজেপি সাংসদ কে। উল্লেখ্য গতকাল শান্তিপুর ফুলিয়ার সমষ্টি উন্নয়ন দপ্তরে এক ডেপুটেশন কর্মসূচির আয়োজন করে বিজেপি, ডেপুটেশন কর্মসূচির মধ্যে দিয়ে করা হয় অবস্থান বিক্ষোভ। সেখানেই শান্তিপুর নৃসিংহ পুরের কালনা ঘাটের ব্রিজ তৈরির জন্য চাষীদের কাছ থেকে যে সম্পত্তি সরকার অধিগ্রহণ করেছিল সেখানে দুর্নীতির অভিযোগ তোলে বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। এছাড়াও তৃনমূলকে তীব্র ভাষায় আক্রমণ করেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। আজ তারই পরিপ্রেক্ষিতে পাল্টা জবাব দিতে শান্তিপুর ফুলিয়ায় প্রস্তুতি সভার মধ্যে দিয়ে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে তৃণমূল। সেখান থেকেই নদীয়া জেলার সভাধিপতি রিক্তা কুন্ডু কেন্দ্র সরকারের একাধিক দুর্নীতি সহ বিজেপি সাংসদ জগন্নাথ সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করলেন। পাঁচটা বছর সাংসদ হয়ে মানুষের জন্য কি করেছেন, রাস্তা দিয়ে গেলে গাড়ির ব্যাকলাইট ভেঙে গেলে রাস্তায় দাঁড়িয়ে পড়েন, মানুষের সময় নষ্ট করেন। আর কেন্দ্রের টাকা লুট করে ফুর্তি করে বেড়ান আবার আঙুল তুলছেন তৃণমূলের দিকে, এর জবাব সাধারন মানুষই দেবে। যদিও সামনেই পঞ্চায়েত নির্বাচন রাজনীতির ময়দানে একে অপরে এক ফোটাও জায়গা ছাড়তে নারাজ, এখন থেকেই স্পষ্ট আগামী পঞ্চায়েত নির্বাচনের আগে শাসক ও বিজেপি একে অপরের দুর্নীতির ডালি কতটা তুলে ধরতে পারে।