নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- আজ শেষ হল রানাঘাট প্রিমিয়ার লিগ। চ্যাম্পিয়ন হল কালনা রকার্স এবং রানার্স হয়েছে রীনা জুলিয়ার্স । এদিন চ্যাম্পিয়ন ও রানার্স ক্লাবের হাতে তুলে দেওয়া হয় ট্রফি ও আর্থিক পুরস্কার। রানাঘাট নাসরা মাঠে হওয়া টেনিস বলের এই ক্রিকেট টুর্নামেন্টকে ঘিরে সাধারণ মানুষের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। ইউনাইটেড ক্লাবের ব্যবস্থাপনায় এবং রানাঘাট পুরসভার সহযোগিতায় এই রানাঘাট প্রিমিয়ার লিগ এবার পঞ্চম বর্ষে পদার্পণ করল। আজ ফাইনাল খেলা উপলক্ষে উপস্থিত ছিলেন বহু বিশিষ্টজন।