জলপাইগুড়ি পুরসভা দপ্তরের সামনে জমায়েত করে অবস্থান আন্দোলন শুরু করল সিপিএম নেতা কর্মীরা।

0
235

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- জলপাইগুড়ি পুরসভার নাগরিক‌রা সঠিক পরিসেবার দাবীতে পুরসভা দপ্তরের সামনে জমায়েত করে অবস্থান আন্দোলন শুরু করল সিপিএম নেতা কর্মীরা। পরিষেবা পাচ্ছেন না। দুর্নীতির আখাড়ায় পরিণত হয়েছে জলপাইগুড়ি পুরসভা। এই অভিযোগ নিয়ে শুক্রবার পুরসভা দপ্তরের সামনে জমায়েত করে অবস্থান আন্দোলন শুরু করল সিপিএম নেতা কর্মীরা।

সিপিএমের অভিযোগ, বর্তমান পুরসভা দপ্তর একটি দলীয় কার্যালয়ে পরিণত হয়েছে। পাশাপাশি চলছে দুর্নীতির আখাড়া। শহরের নাগরিকরা সঠিক কোন‌ও পরিসেবা পাচ্ছেন না। তাই এই দুর্নীতির জবাব চাইতেই সাধারণ মানুষেকে নিয়ে জলপাইগুড়ি পুরসভা দপ্তরে অভিযান চালানো হয়। সিপিএম নেতারা জলপাইগুড়ি পুরসভার দুর্নীতির বিরুদ্ধে ইতিমধ্যে‌ই গোটা শহর জুড়ে বিক্ষোভ আন্দোলন শুরু করেছে‌ন। সিপিএমের দাবি পুরসভার দুর্নীতির জবাব চাইছেন সাধারণ জনতা।