নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নদীয়ার মাঝদিয়ায় সম্পূর্ণ মহিলাদের নিয়ে আয়োজন করা হলো ফুটবল প্রতিযোগিতার। মাজদিয়া জ্ঞানভাণ্ডার ফুটবল একাডেমি ও কল্যাণী ফুটবল একাডেমির সম্পূর্ণ মহিলা খেলোয়াড়দের নিয়ে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হলো নদীয়ার মাঝদিয়ায়। এই ফুটবল খেলা দেখতে দর্শকদের ভিড় ছিল আর পাঁচটা খেলার মতই স্বাভাবিক। প্রত্যেক ফুটবলপ্রেমীর উন্মাদানা ছিল চোখে পড়ার মতো। উপস্থিত ছিলেন ক্রিসগঞ্জ থানার আইসি বাবিন মুখার্জি সহ একাধিক ফুটবলপ্রেমী মানুষেরাও।
স্বামী বিবেকানন্দ বলেছেন গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো। তবে ফুটবল খেললে শারীরিক ও মানসিক বিকাশ ঘটে তা প্রমাণিত। প্রত্যেকটি খেলার মতই ফুটবলেও পিছিয়ে নেই বর্তমানে মহিলারা। তারই জ্বলন্ত উদাহরণ নদীয়ায়। পুরুষদের মত মহিলারাও গোটা মার্চ জুড়ে দাপিয়ে ফুটবল খেললেন। উপস্থিত ছিলেন মাঠ ভর্তি দর্শক। দশকরা প্রতিনিয়ত খেলোয়াড়দের উৎসাহ দিচ্ছিলেন। রাত্রেবেলা টিভিতে বিশ্বকাপ এবং দিনের বেলা মাঠে গিয়ে মহিলাদের ফুটবল খেলা দুটোতেই সমান ভাবে উৎসাহী গোটা নদিয়াবাসী।