জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- ১৯৯৯ সাল থেকে ২০২২ সাল অবধি জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসের সংগে প্রশিক্ষক শিক্ষক হিসেবে যুক্ত থাকা ও অধিকাংশ সময় প্রকল্প জাতীয় স্তরে উন্নীত হওয়ায় জন্য গত ৭ই নম্ভেবর কলকাতার বিধান শিশু উদ্যানে Outstanding award এ ভূষিত করেছেন তাকে।প্রসঙ্গত উল্লেখযোগ্য এবছর ওকৌশিক বাবুর দুটি প্রজেক্ট জাতীয় স্তরে উন্নীত হয়েছে। পুরস্কার টি দিয়েছে সায়েন্স কমোনিকেশান ফোরাম।জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসে ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের পরিচালিত একটি উদ্যোগ। যা ৫ম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্ররা অংশগ্রহণ করতে পারে। এই বিষয়ে কৌশিক বাবু জানান এই কাজের সাথে আমি দীর্ঘ বছর থেকে মুক্ত আছি। আগামী তে যারা তরুণ শিক্ষক শিক্ষিকা থাকবেন তারা যাতেএই দায়িত্ব নেয়।