শুরু হয়েছিলো বাংলাদেশের ঢাকায়,৭৬ তম কাত্তায়নী পুজো আয়োজন হচ্ছে জলপাইগুড়ি শহরে।

0
527

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ- আজ থেকে ছিয়াত্তর বছর আগে ঢাকা জেলার মানিকগঞ্জ সাব ডিভিশনের অন্তর্গত ফুলিয়াগ্রামের বাসিন্দা ছিলেন অমরেন্দ্রনাথ ভট্টাচাৰ্য। তিনিই শুরু করেছিলেন দুর্গার আরেক রূপ কাত্তায়নী পুজো।
স্বাধীনতার পর সেই ভট্টাচাৰ্য পরিবার স্থায়ী ভাবে বসবাসের জন্য চলে আসেন জলপাইগুড়ি শহরের রায়কতপাড়ায়।
তবে এপারে আসার পরেও হারিয়ে যায়নি ভট্টাচাৰ্য পরিবারের পরম্পরা।
পরিবারের ঐতিহ্যকে ধরে রেখে এবারও রীতিনীতি মেনে ভট্টাচাৰ্য পরিবার আয়োজন করছে কাত্তায়নী পুজো।
আগামী ৩০ শে নভেম্বর থেকে যার শুভ সূচনা।
দূর্গা পুজোর মতোই ষষ্ঠী থেকে দশমী পূজিত হন দেবী কাত্তায়নী পুজো।

এবারের প্রতিমা গড়ছেন যিনি সেই মৃৎ শিল্পীও জানান, জলপাইগুড়ি শহরে এই একটিমাত্র কাত্তায়নী প্রতিমা তৈরী হয়।