দৈনন্দিন মানুষের ঝুঁকিপূর্ণ পারা-পার।

0
180

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ মাননীয়া মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকেই বাঁকুড়া জেলার জঙ্গলমহল সহ প্রত্যেকটি টি সাধারণ মানুষের কথা ভেবে রাস্তাঘাট ,ব্রীজ এর মত নানান প্রকল্পের কাজ করে মানুষের কাছে ভালো বাসা ভালোবাসা কুড়িয়ে নিয়েছেন,সেরকমই কোতুল ব্লকের লাওগ্রাম অঞ্চলের শেষ প্রান্ত – এবং ইন্দাস ব্লকের মিলন স্থলে গত বৎসরের প্রবল জলস্রোতে একটি কালভার্ট ভেঙ্গে নিয়ে যায় , প্রথম পর্যায়ে কালভার্ট টির দৈর্ঘ কম থাকলেও জলস্রোত বেশি থাকায় পার সহ চাষের জমি ভেঙ্গে নদীতে চলে যায় ,,

যা নিয়ে – এখন স্থানীয় কৃষকদের মনে রাতের ঘুম ছুটেছে,,, তাঁরা বলেন দ্রুত এই কালভার্ট টি তৈরি করে দিতে হবে রাজ্য সরকার কে। নাহলে দৈনন্দিন শতাধিক মানুষের ঝুঁকিপূর্ণ পাড়া-পারের পাশাপাশি আগামী দিনে বর্ষার জলে আরও চাষযোগ্য জমি জলস্রোতে ভেঙ্গে নিয়ে যাবে,,

আর স্থানীয়দের কথা ভেবে দ্রুত কাজ করানোর জন্য সরজমিনে উপস্থিত হয়েছে কোতুলপুর ব্লক প্রশাসন সহ তৃণমূল নেতৃত্বরা।