উঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- সাধারণ মানুষকে ট্রাফিক আইন এবং যান চলাচলের সময় কোন কোন সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, যানবাহন চালকদের কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, সেই বিষয়ে সচেতন করতে পশ্চিমবঙ্গে পুলিশ প্রশাসনের স্লোগান ‘সেভ ড্রাইভ সেভ লাইফ’। দুর্ঘটনা কমাতে বা এড়িয়ে যেতে পুলিশ প্রশাসনের এই সচেতনতামূলক কর্মসূচি সারা বছরব্যাপী রাজ্যের বিভিন্ন জায়গায় চলছেই। পাশাপাশি তৎপরতা বেড়েছে ট্রাফিক পুলিশ ও মোবাইল পুলিশের। কোথাও কোন দুর্ঘটনা বা অশান্তি ঘটলে মুহূর্তেই পৌঁছে যাচ্ছেন মোবাইল পুলিশ ভ্যান সহ পুলিশ আধিকারিকরা বা সিভিক ভলেন্টিয়াররা। শনিবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ট্রাফিক পুলিশের উদ্যোগে এমনই সচেতনতা মূলক কর্মসূচি গ্রহণ করা হয়। এদিন ইসলামপুর পুলিশ জেলার দপ্তর থেকে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে পদযাত্রা করা হয়। যা ইসলামপুরের মাঝ দিয়ে যাওয়া রাজ্য সড়ক হয়ে ইসলামপুর বাস টার্মিনাসের সামনে এসে শেষ হয়। সেখানেই সকলের উদ্দেশ্যে সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে মানুষকে সচেতন করতে দেখা যায় ইসলামপুর পুলিশ জেলার আধিকারিকদের। এদিনের এই সচেতনতা মূলক কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার বিশপ সরকার, অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক চন্দ্র মন্ডল সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।।