সুদীপ সেন, বাঁকুড়া:- গত বৃহস্পতি বার বাঁকুড়ার মেজিয়া তে সভা করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নানা অভিযোগ এনেছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব মিঠুন চক্রবর্তী, সাংসদ সুভাষ সরকার ও অন্যান্য নেতৃত্ব রা।
তার যোগ্য জবাব দিতে শনি বার মেজিয়া স্কুল মাঠে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, জয় প্রকাশ মজুমদার কে নিয়ে সভা করে তার যোগ্য জবাব দিলো তৃণমূল কংগ্রেস।
মঞ্চে অন্যান্য নেতৃত্ব রা ছিলেন সমীর চক্রবর্ত্তী, মন্ত্রী জ্যোৎস্না মান্ডি, অরূপ চক্রবর্ত্তী,সায়ন্তিকা ব্যানার্জী,অলকা সেন মজুমদার, জেলা সভাপতি দিব্যেন্দু সিংহ মহা পাত্র ও অন্যান্য রা।
ব্রাত্য বসু ও জয়প্রকাশ মজুমদার আগাগোড়া বিজেপির সাম্প্রদায়িক রাজনীতি ও মিঠুন কে তীব্র আক্রমণ করেন।
বাঁকুড়ার মেজিয়া র সভায় বিজেপির কুৎসার তাঁরা জবাব দেন।
ব্রাত্য বসু মিঠুনের বক্তব্য কে ডিসকো ডান্সারের ডিসকো কমেন্ট বলে কটাক্ষ করেন।
তিনি বলেন ওইসব বস্তাপচা ডায়লগ এখন আর চলবে না।
এখন নতুন ডায়লগ হবে , বীজ পুঁত বো কালিভূমে, জোড়া ফুল হবে মল্লভূমে।
বাঁকুড়ার মেজিয়ার বিজেপির লোকসংখ্যার বেশি লোক জমায়েতের যে চ্যালেঞ্জ তৃণমূল নেতৃত্ব দিয়েছিলেন তা অনেক টা কার্যকরী হয়।