নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- আলিপুরদুয়ারে এসে গঙ্গা ভাঙ্গন রোধে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হলেন রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিক। সেই সঙ্গে রাজ্যের বিজেপি এম এল এ, এম পি রাও ভাঙ্গন রোধে সাধারন মানুষের জন্য কোন কাজ করছেন না বলে অভিযোগ মন্ত্রীর। এদিন সেচ মন্ত্রী বলেন, ” নদিয়া, মুর্শিদাবাদ ও মালদা জেলাতে গঙ্গা ভাঙ্গন রোধে কেন্দ্রীয় সরকারকে দুই বার চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু কোন উত্তর মেলেনি। স্থানিয় বিজেপি এম এল এ, এম পিরাও মানুষের জন্য দরবার করছেন না। এরা শুধু উত্তরবঙ্গ আলাদা রাজ্য চাই বলে চিৎকার করছে। এদের হাতে উত্তরবঙ্গ আলাদা রাজ্য হলেতো আরো ভয়ঙ্কর হবে। এমনিতেই এদের দেখা পাওয়া যায় না।” এদিন আলিপুরদুয়ারে সেচ দফতরের বিভিন্ন প্রকল্প দেখতে আসেন সেচ মন্ত্রী। আলিপুরদুয়ার সার্কিট হাউসে সকালে সাংবাদিক সন্মেলন করেন সেচ মন্ত্রী। তখনই কেন্দ্রীয় সরকার ও বিজেপির এই রাজ্যের এম এল এ, এম পিদের বিরুদ্ধে সরব হন মন্ত্রী। এরপর কুমারগ্রামের দিকে রওনা দেন মন্ত্রী।
Home উত্তর বাংলা আলিপুরদুয়ার আলিপুরদুয়ারে এসে গঙ্গা ভাঙ্গন রোধে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হলেন রাজ্যের সেচ...