আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে এবার গ্রামে গ্রামে পদযাত্রা শুরু করল সিপিএম।

0
221

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে এবার গ্রামে গ্রামে পদযাত্রা শুরু করল সিপিএম। রবিবার আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের বেংকান্দি কাজলী হল্ট এলাকায় পদযাত্রা হয়৷ একাধিক ইস্যুতে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান দেন বাম নেতারা। পঞ্চায়েত ভোটের আগে মানুষকে সজাগ করতেই সিপিএমের এমন কর্মসূচি বলে মনে করা হচ্ছে। এদিনের ওই পদযাত্রায় সারের কালোবাজারি ও মূল্যবৃদ্ধি বন্ধের দাবি ওঠে তেমনই একশো দিনের কাজ কেন বন্ধ সেই প্রশ্নও তোলেন বাম নেতারা। এছাড়াও দুর্নীতিমুক্ত গ্রাম পঞ্চায়েত বোর্ড গঠন, শিক্ষা ও নিয়োগ ক্ষেত্রে ‘চোর ধরো, জেল ভরো’র ডাকও দেওয়া হয়।