পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুর জেল হলদিয়া ইকো পার্কে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সিঞ্জন পদ্ধতির উদ্বোধনে করলেন মৎস্য মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী ।হলদিয়ার পরিবেশ দূষণ কমাতে এক ধাপ এগুলো দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। শিল্পশহর হলদিয়ায় বাতাসে ধূলিকণা পরিপূর্ণ হয়েছে। বাতাসের ধূলিকণা কমাতে স্প্রে করার সিঞ্জন পদ্ধতি অবলম্বন করলো হলদিয়া দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। বিশেষত শীতকালে দূষণের মাত্রা বাড়ে। পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রীয় সরকারের সাথে হাত মিলিয়ে দূষণ নিয়ন্ত্রণ করতে বদ্ধপরিকর। সারা বাংলা জুড়ে আজকে দূষণ নিয়ন্ত্রণের জন্য পদক্ষেপ নেওয়া চলছে। বিশেষ করে রাজ্যের ৬টা শহর নিয়ন্ত্রণের কাজ চলছে। যেসব শিল্প প্রতিষ্ঠান পরিবেশের দূষণ বাড়াচ্ছে তাদের শোকজ করার মত পদক্ষেপ নেওয়া হচ্ছে। আর ইকো পার্কে অনুষ্ঠানের মাধ্যমে হলদিয়া পৌরসভা এলাকাতে সিঞ্চন পদ্ধতিতে পরিবেশের দূষণ কমাতে উদ্যোগ নেওয়া শুরু হল।
Home রাজ্য দক্ষিণ বাংলা দূষণ নিয়ন্ত্রণে পর্ষদের সিঞ্জন পদ্ধতির উদ্বোধনে করলেন মৎস্য মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী।