দ্বাদশ শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে রবিবার চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ডাঙ্গী গ্রামে।

0
210

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- দ্বাদশ শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে রবিবার চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ডাঙ্গী গ্রামে।
পরিবারে সূত্রে জানা যায়,ওই গ্রামের বাসিন্দা দিনমজুর বরেন রায়ের দুই মেয়ে। বড় মেয়ে দ্বাদশ শ্রেণীতে পড়তো। বয়স(১৬)।বাবা গেছিল কাজে এবং মা ছিল নিকটবর্তী আত্মীয়ের বিয়ে বাড়িতে। সেই সময় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে ওই দ্বাদশ শ্রেণীর ছাত্রী বলে খবর।স্থানীয় সূত্রে জানা যায়,কোন রকম পারিবারিক সমস্যা ছিল না। নিজের স্বল্প উপার্জনের মধ্যে থেকেই মেয়েদের সব আবদার পূরণ করতেন বরেন রায়।হঠাৎ এই ধরনের ঘটনায় হতচকিত পরিবার। আদরের মেয়েকে হারিয়ে শোকে বিহল হয়ে পড়েছে বাবা। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। সমগ্র ঘটনার তদন্ত শুরু হয়েছে।

বাবা বরেন রায় বলেন,মেয়ে আমাকে সকাল বেলা খেতে দেয়। তারপর আমি কাজে যায়। ওর মা বিয়ে বাড়িতে ছিল। কেন এই ধরনের ঘটনা ঘটালো ভেবে পাচ্ছিনা।