আবদুল হাই,বাঁকুড়াঃ মাত্র চার বছর ছ’মাস বয়সে ৫৮ সেকেণ্ডে সুস্পষ্ট উচ্চারণে দেশের ২৮ টি রাজ্যের নাম, এরাজ্যের ২৩ টি জেলার নাম, তিরিশটি দেশের রাজধানীর নাম, ছ’টি ঋতু, চারটি দিক সহ ১১৪ টি জিনিসের নাম বলে ‘ইণ্ডিয়া বুক অফ রেকর্ডসে’ নিজের নাম তুলে ফেললো বাঁকুড়া শহদের লোকপুরের ঐশানী পাত্র। আর খবরে এখন খুশীর হাওয়া পাত্র পরিবারে।
ঐশানীর পরিবার সূত্রে জানানো হয়েছে, ইন্দপুরের দুবরাজপুরের বাসিন্দা হলেও বর্তমানে তারা বাঁকুড়া শহরের লোকপুর এলাকায় বাড়ি করে থাকছেন। ঐশানী একদম ছোটো থেকেই সবার চেয়ে ব্যতিক্রমী সে। মাত্র দেড় বছর বয়স থেকে ভালো করে কিছু বুঝে ওঠার আগেই গান আর কবিতা আবৃত্তিতে তার ব্যাপক আগ্রহ। ইতিমধ্যে ‘ইণ্ডিয়া বুক অফ রেকর্ডসে’র তরফে ঐশানীদের বাঁকুড়ার বাড়িতে মেডেল, শংসাপত্র সহ অন্যান্য উপহার সামগ্রী এসে পৌঁছায় বলে জানা গেছে।
প্রসঙ্গত, বাড়িতে বসেই ৮.৫×১০ ইঞ্চির বরফের শিব লিঙ্গ তৈরী করে গত সেপ্টেম্বরের শেষ সপ্তাহে ‘ইণ্ডিয়া বুক অফ রেকর্ডসে’ নিজের নাম নথিভূক্ত করেছিলেন ঐশানীর মা মা সঙ্গীতা পাত্র। এবার মায়ের দেখানো পথেই মেয়ে ঐশানীও ঐ রেকর্ড করে ফেললো।