সুদীপ সেন, বাঁকুড়া:- আসন্ন ২০২২-২৩ সালের বইমেলা সোনামুখী শহরে অনুষ্ঠিত হবে এই মর্মে সরকারী ভাবে ঘোষণা হতেই নড়ে চড়ে বসেছে বাঁকুড়ার একাধিক সংস্থা এবং ব্যাক্তিত্ব।
সুদীর্ঘ কাল ধরে বাঁকুড়া বইমেলা বাঁকুড়া শহরেই হয়ে আসছে তাই এই বইমেলা বাঁকুড়াতেই করা উচিত।
এই দাবিকে সামনে রেখে সোমবার জেলার একাধিক সংস্থা এবং সাংস্কৃতিক ও বিভিন্ন স্তরের ব্যাক্তিত্ব গণ বাঁকুড়া জেলা বই মেলা ২০২২_২৩ কমিটির সভাপতি তথা জেলা শাসকের নিকট একটি স্মারক লিপি জমা দেন।
এর কপি তাঁরা বাঁকুড়া বই মেলা কমিটির সম্পাদক তথা জেলা গ্রন্থাগারিক এবং বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান কে দেন।
জেলাশাসক সহ দুজনেই আশ্বাস দেন ২রা ডিসেম্বর অনুষ্ঠিতব্য এল, এল, এ , এর সভায় বাঁকুড়া শহরেই যাতে বইমেলা সংগঠিত হয় সেই মত কে সমর্থন করবেন।
বাঁকুড়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর পক্ষ থেকে বিষয় টি পশ্চিমবঙ্গ সরকারের গ্রন্থাগার বিভাগীয় মন্ত্রীকে ও বিষয়টি ই মেইল মারফত ও ডাকযোগে পাঠানো হয়।