ভেঙে ফেলা হয়েছে বহু দিনের পুরনো বিদ্যালয়, সেই অভিযোগ জানিয়ে চিঠি বিজেপি।

0
232

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- গত ২৫ শে নভেম্বর বর্ধমান শহরের দু নম্বর শাখারি পুকুর বিবেকানন্দ সেবক সংঘের পাশেই ছিল বহুদিনের প্রাথমিক বিদ্যালয় ভবনকে জেসিপি দিয়ে ভেঙ্গে দেওয়ার অভিযোগ ওঠে ক্লাব কর্তৃপক্ষের বিরুদ্ধে। যদিও সেদিনই এই অভিযোগ অস্বীকার করেছিলেন ক্লাবের সম্পাদক তমালকান্তি মন্ডল। ক্লাবের স্কুল ভেঙ্গে দেওয়ার অভিযোগ ঘিরে বেশ গরম হচ্ছিল রাজ্য রাজনীতি। সেই মর্মে আর জেলা বিজেপির তরফে ডেপুটেশন জমা দেওয়া হয় বর্ধমান সদর মহকুমা শাসক তীর্থঙ্কর বিশ্বাসের কাছে। এই বিষয়ে জেলা বিজেপির তরফে ক্যামেরার মুখোমুখি হয়ে বলা হয়, আপনারা জানেন বর্ধমান শহরের দু’নম্বর শাঁখারি পুকুরে বিবেকানন্দ সেবক সংঘের সংলগ্নে দীর্ঘদিনের একটি প্রাইমারি বিদ্যালয় ছিল যার নাম বেলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়। সেই বিদ্যালয় কে জেসিবি দিয়ে গুঁড়িয়ে দেয় বিবেকানন্দ সেবক সংঘ। এই বিদ্যালয় ভেঙে দেওয়াতে যারা এই বিদ্যালয় পড়াশোনা করেছেন তারা মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং তাই আমরা চাই এই বিদ্যালয়ের সম্পাদক তমালকান্তি মন্ডলকে গ্রেফতার করা হোক এবং কার মতে এই বিদ্যালয় ভেঙে ফেলা হয়েছে সেই অপরাধীরও আমরা শাস্তি চাইছি। অপরদিকে সদর মহকুমা শাসক তীর্থঙ্কর বিশ্বাস তিনি ক্যামেরার মুখোমুখি হয়ে জানান, ২৫ শে নভেম্বর দু’নম্বর শাঁখারী পুকুরে বহুদিনের একটি প্রাইমারি স্কুলকে জেসিবি দিয়ে ভেঙে দেয়া হয়। এরই মধ্যে বর্ধমান থানায় অভিযোগ করেছে এবং স্কুল শিক্ষা দপ্তরেও জানানো হয়েছে। আমার কাছে আজকে এই অভিযোগ জানানো হলো আমি যথাযোগ্য ভাবে আইননুক ব্যবস্থা গ্রহণ করব।