৬০ ঊর্ধ্ব নাগরিকদের জন্য ৫ কিলোমিটার রান ফোর হেরিটেজ ম্যারাথন দৌড়ে এর ঘোষণা পুলিশের।

0
496

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা :- ৬০ বছর ওপরের নাগরিকদের কথা চিন্তা করে কোচবিহার জেলা পুলিশের পক্ষ থেকে আয়োজিত রান ফোর হেরিটেজ ম্যারাথন দৌড়ে তাদের জন্য রান ফর ফান আয়োজন করা হলো । ৬০ বছরের উপরে নাগরিকরা তারা এই রান ফোর হেরিটেজ ম্যারাথন দৌড়ে আলাদা করে অংশগ্রহণ করতে পারবেন । যেটার নাম দেওয়া হয়েছে রান ফর ফান । পাঁচ কিলোমিটারের এই দৌড় অনুষ্ঠিত হবে । সোমবার কোচবিহার প্রেস ক্লাবে একটি সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে গোটা বিষয়টি তুলে ধরেন কোচবিহার জেলা পুলিশের ডিএসপি হেডকোয়ার্টার চন্দন দাস । উপস্থিত ছিলেন কোচবিহার কোতোয়ালি থানার আইসি অমিতাভ দাস। কোচবিহার জেলা পুলিশের ডিএসপি হেডকোয়ার্টার চন্দন দাস বলেন, কোচবিহারের হেরিটেজকে বিশ্বের মানচিত্রে তুলে ধরবার একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে কোচবিহার জেলা পুলিশ । আগামী ১০ ডিসেম্বর আয়োজন করা হচ্ছে রান ফর হেরিটেজ ম্যারাথন দৌড় । একুশ ও দশ কিলোমিটার দুটি ক্যাটাগরিতে এই দৌড় অনুষ্ঠিত হবে । যেখানে দেশের পাশাপাশি বিদেশ থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করবেন । তবে কর্মসূত্রে কোচবিহার জেলার আমরা দেখেছি বিভিন্ন জায়গায় সকাল বেলা এখানকার বর্ষীয়ার নাগরিকরা তারা শরীর চর্চা করেন । তাই তাদের কথা চিন্তা করে তারাও যাতে এই উৎসবে শামিল হতে পারেন তার জন্য একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে । ৬০ বছরের উপর সমস্ত নাগরিকদের জন্য আমরা এদিন রান ফোর ফানের আয়োজন করেছি। যেটা ৫ কিলোমিটার অনুষ্ঠিত হবে । সমস্ত রকম ব্যবস্থা তাদের জন্য থাকছে । বিভিন্ন থানায় তারা একইভাবে ফরম ফিলাপ করে অংশগ্রহণ করতে পারবে এই প্রতিযোগিতায় । মূলত কোচবিহারের এই হেরিটেজকে বিশ্বের মানচিত্রে তুলে ধরা যে উৎসব সেখানে এখানকার বসিয়ার নাগরিকরাও সামিল হোক সেটাই জেলা পুলিশের মূল উদ্দেশ্য ।