কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: রাসায়নিক সারের কালোবাজারি কৃষকের ফসলের ন্যায্য মূল্য, ১০০ দিনের কাজের পরিবর্তে ২০০ দিন সহ বিভিন্ন দাবিতে পথ অবরোধ করলো সিপিআইএমের কৃষক সংগঠন সারা ভারত কৃষক সভা। এদিন ওই পথ অবরোধ হয় কোচবিহার জেলার ঘুঘুমারী চৌপথী এলাকায়। যদিও ওই অবরোধ ৩০ মিনিট চলার পর তুলে নেয় ওই সংগঠন। এদিন ওই পথ অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের তৎপরতায় যানজট স্বাভাবিক করে দেন।
এদিন সেখানে উপস্থিত ছিলেন সিপিআইএম জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য মহানন্দ সাহা,সারা ভারত কৃষক সভার ব্লক সম্পাদক শিবেন দে, সারা ভারত কৃষক সভার আবুল হোসেন,জেলা কমিটির সদস্য ইন্দ্রজিৎ সরকার সহ আরও অনেকে।
তাদের দাবিগুলো হলো,,,রাসায়নিক সারের কালোবাজারি, কৃষকের ফসলের ন্যায্য মূল্য, ১০০ দিনের কাজের পরিবর্তে ২০০ দিন করতে হবে, সরাসরি কৃষকদের কাছ থেকে নগদ অর্থে ধান ক্রয় করতে হবে সরকারকে, ১০০ দিনের বকেয়া মজুরি অবিলম্বে মিটিয়ে দিতে হবে, নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের মুল্য বৃদ্ধির প্রতিবাদে ও রাজ্য জুড়ে পুলিশি জুলুমের প্রতিবাদে এই পথ অবরোধ হয়।