অ্যাম্বুলেন্সের ধাক্কায় গুরুতর আহত দুই সবজি বিক্রেতা, একজনের অবস্থা আশঙ্কা জনক।

0
165

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- অ্যাম্বুলেন্সের ধাক্কায় গুরুতর আহত দুই সবজি বিক্রেতা, একজনের অবস্থা আশঙ্কা জনক। নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সটি পাল্টি খায় জাতীয় সড়কের পাশে। ঘটনাটি নদীয়ার শান্তিপুরের বাগদিয়ার ৩৪ নম্বর জাতীয় সড়কের। সূত্রের খবর বুধবার খুব সকালে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে দুই সবজি বিক্রেতা সবজি নিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন, তখনই পেছন দিক দিয়ে একটি অ্যাম্বুলেন্স এসে দুই সবজি বিক্রেতাকে সজরে ধাক্কা মারে। ঘটনাস্থলে গুরুতর আহত হয় দুই সবজি বিক্রেতা। স্থানীয়রা তড়িঘড়ি সবজি বিক্রেতাদের উদ্ধার করে নিয়ে যায় শক্তিনগর হাসপাতালে, সেখানেই চিকিৎসাধীন সবজি বিক্রেতারা। তবে একজনের অবস্থা আশঙ্কা জনক বলেই জানা যায়। অন্যদিকে নিয়ন্ত্রণ হারিয়ে এম্বুলেন্সটি পাল্টি খায় জাতীয় সড়কের পাশে। স্থানীয়দের দাবি, ঘুমন্ত অবস্থায় অ্যাম্বুলেন্স চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ এছাড়াও অ্যাম্বুলেন্সটি উদ্ধার কার্য শুরু করে। তবে অ্যাম্বুলেন্স চালকের কোনরকম ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা যায়। অন্যদিকে সবজি বিক্রেতাদের নাম পরিচয় এখনো জানা যায়নি। স্বভাবতই সাতসকালে এই পথ দুর্ঘটনার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়।