আব্দুল হাই, বাঁকুড়াঃ- বিষ্ণুপুর ব্লকের ভরা অঞ্চলের অন্তর্গত আদিবাসী অধ্যুষিত একটি গ্রাম ঝাঁটাবন। এই ঝাঁটাবন গ্রামেই লকডাউন থেকে একটি অবৈতনিক পাঠশালা শুরু করেছিল ভড়া অঞ্চলের স্বেচ্ছাসেবী সংস্থা “ভড়া ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা এডুকেশন সোসাইটি”। আজ সেই পাঠশালার প্রত্যেকটি শিশুকে এই শীতের শুরুতে একটি করে ব্ল্যাঙ্কেট তুলে দিল “ভড়া ধনঞ্জয় দাস পল্লী উন্নয়ন সেবা কেন্দ্র” নামের একটি সংস্থা। সংস্থার কর্মকর্তা গোরাপদ দে, বলাই চন্দ্র গড়াইরা জানান, বিগত দুবছরে যখন সরকারি বিদ্যালয়গুলি বন্ধ ছিল তখন থেকেই আমাদের এই আদিবাসী ছেলেদের শিক্ষিত করে তোলার প্রয়াস চলে আসছিল। এখন একটি টিনের চালাতে সকালবেলায় আমরা অবৈতনিক পাঠশালাটি ৩০ থেকে ৩৫ টি আদিবাসী ছাত্র-ছাত্রীদের নিয়ে চালিয়ে নিয়ে যায়। এবার আমাদের এই পাঠশালার ছাত্রদেরকে একটি করে দাষ ভালো ব্ল্যাঙ্কেট উপহার দিলাম। ঝাঁটা বন গ্রামের বাসিন্দা সুমন্ত কিস্কু, বিশ্বজিৎ মুর্মু রাও এই কম্বল পেয়ে অত্যন্ত খুশী ও এই পাঠশালাতে আনন্দের সাথে পঠন পাঠন চালিয়ে যাবে বলে জানায়।