১২ দফা দাবি সন্বলিত স্মারকলিপি প্রদান করা হয় বিডিও এর নিকট মাল ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে।

0
328

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- ১০০ দিনের কাজের বকেয়া বিল মেটানো, গ্রাম সংসদ সভা নিয়মিত করে গ্রামের উন্নয়নে প্রকৃত রুপরেখা তৈরী, প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর বন্টনে রাজনৈতিক করণ বন্ধ করে প্রকৃত দুস্থ্দের মধ্যে বিতরণ,তেশিমলা ও কুমলাই গ্রাম পঞ্চায়েতের বিশুদ্ধ পানীয় জলের পরিষেবা চালু,কুমলাই গ্রাম পঞ্চায়েতের বড়োদীঘি বাজার থেকে সেন পাড়া পর্যন্ত বেহাল রাস্তা অবিলম্বে সংস্কার করা, ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের গাজলডোবা এলাকায় বিশুদ্ধ পানীয় জলের পরিষেবা চালু করা সহ ১২ দফা দাবি সন্বলিত স্মারকলিপি প্রদান করা হয় মাল বিডিও এর নিকট মাল ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে। কর্মসুচি টি কেলটেক্স মোর জাতীয় কংগ্রেসের পার্টি অফিস থেকে মাল ব্লক কংগ্রেসের সভাপতি যোগেন সরকার নেতৃত্বে একটি মিছিল নিয়ে বিডিও অফিস যাওয়া হয়। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাল ব্লক কংগ্রেসের সভাপতি যোগেন সরকার ছাড়াও, মাল বিধানসভা যুব কংগ্রেস কমিটির সভাপপতি অশিদুল হক, বিশিষ্ট কংগ্রেস নেতা সরিফুল ইসলাম, কাসেম আলী, হাফিজুল হক, বাহাদুর ওরাওঁ, জিতু অধিকারী, বাবলু রায়, বুলু রায়,তেশিমলা অঞ্চল সভাপতি সুনীল রায়, শ্যামল রায় , বিষ্ণু উরাও এবং ছাএ নেতা অর্জুন সরকার প্রমূখ।