নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ- গত ২৭ শে নভেম্বর আলিপুরদুয়ার জেলার হাসিমারার এই বাসিন্ধা হেটে আজমের শরীফের উদ্যেশে যাত্রা শুরু করেন, পাঁচ দিন পর জলপাইগুড়ির কালু সাহেবের মাজারে পৌঁছন তিনি।
দেশের উন্নতি এবং শান্তি কামনা করে আজমের শরীফে প্রার্থনা করাই মূল লক্ষ্য মোঃ সফিউর রহমানের। বৃহস্পতিবার সকালে জলপাইগুড়ির কালু সাহেবের মাজার থেকে পুনরায় হাটা শুরুর আগে এমনটাই জানালেন এই তীর্থযাত্রী। অপরদিকে হাসিমারা থেকে এই সুদীর্ঘ পথ হেটে যাবার মাঝে জলপাইগুড়িতে কিছুটা সময় থাকবেন শুনেই চার নম্বর গুমটির কালু সাহেবের মাজার কমিটির সদস্য মোঃ মইনুল জানান, ওনার এই যাত্রার কথা জানতে পেরেই আমরা ওনার পাশে দাঁড়িয়েছি।