ফের রেল লাইনে হাতি বাচানোর ছবি প্রকাশ করল উত্তরপূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশন।

0
394

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ফের রেল লাইনে হাতি বাচানোর ছবি প্রকাশ করল উত্তরপূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশন। আলিপুরদুয়ার জংশন – শিলিগুড়ি ইন্টারসিটি এক্স প্রেসের সামনে আজ সকাল ৭ টা ৪৫ মিনিটে নাগরাকাটা ও চালসা রেল স্টেশনের মাঝে একটি হাতি রেল লাইনে উঠে আসে। ডাউন ইন্টার সিটি এক্স প্রেসের চালক ও সহ চালক জরুরী ব্রেক কষে ট্রেন থামিয়ে দেন। পরে হাতি ট্রেন লাইন থেকে চলে গেলে আবার ট্রেন চালিয়ে গন্তব্য স্থলে রওনা দেয় ট্রেন। বিকেলে হাতি বাচানোর ছবি প্রকাশ করে রেল।

While working 15768 Dn Alipurduar Jn- Siliguri Intercity today morning at 07.45 hrs, alert LP & ALP Pankaj Kr & Sujit Kr Das noticed that one Elephant was crossing the track at KM 71 betn Nagrakata- Chalsa & controlled the train observing speed restriction. Train detained for about 14 mins.