দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- গত ২৮ শে নভেম্বর বীরভূম জেলার লাভ্পুর শম্ভুনাথ কলেজ ক্যাম্পাসে তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত একটি অনুষ্ঠানে চটুল নাচকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। একটি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে চটুল গানে উদ্দাম নৃত্য করছেন এক মহিলা। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল হয় ওই ছবি। যা নিয়ে বিতর্কে লাভ্পুর শম্ভুনাথ কলেজ। আর ওই নাচের ভিডিয়োকেই তৃণমূলের সংস্কৃতি বলে কটাক্ষ করেন দুবরাজপুর বিধানসভার বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা। তিনি জানান, তৃণমূল কংগ্রেসের আমলে শিক্ষাক্ষেত্র ও রাজনীতিকরন কোনো নতুন ঘটনা নয়। এর আগেও বিভিন্ন কলেজে চটুল নাচ, গান দেখেছি। শিক্ষাঙ্গনকে ক্লাব কালচারে পরিণত করছে তৃণমূল।