নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ- ঝোঁপের মধ্য থেকে এক সদ্যোজাত শিশু উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হল বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের হিজলাদিহা এলাকায়।পুলিশ সূত্রে খবর, স্থানীয় কাশিচটা গ্রামের বাসিন্দা এক ব্যক্তি জঙ্গলের মধ্যে শিশুর কান্নাকাটি শুনতে পান। পরে তিনিই ঐ শিশুটিকে ঐ জায়গা থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। এই খবর মুহূর্তের মধ্যে ঐ এলাকায় ছড়িয়ে পড়ে। পরে পুলিশ গ্রামে গিয়ে ঐ শিশুটিকে উদ্ধার করে বিষ্ণুপুর জেলা হাসপাতালে ভর্তি করে।
স্থানীয়দের একাংশ জানিয়েছেন পুলিশ ঐ শিশুটিকে উদ্ধার করতে গেলে জঙ্গল থেকে উদ্ধারকারী ও তাঁর পরিবারের লোকদের সঙ্গে তাদের বচসা বাঁধে l পরে উদ্ধার করতে সক্ষম হয়।
এবিষয় চাইল্ড লাইনের বাঁকুড়া জেলা কো অর্ডিনেটর সজল শীল বলেন, জয়পুরের জঙ্গল থেকে একটি একদিন বয়সের শিশু কন্যা উদ্ধার হয়েছে। বর্তমানে তাকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হচ্ছে বলেও তিনি জানান।