দুয়ারে সরকারের সময়সীমা বাড়ানোর ফলে উপকৃত হবে সাধারণ মানুষ : কোশল দেব বন্দ্যোপাধ্যায়।

0
292

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- বাড়ান হলো দুয়ারের সরকারের সময়সীমা। আগামী ৫ ই ডিসেম্বর পর্যন্ত চলবে এবারের দুয়ারে সরকার।মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী দুয়ারে সরকার বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এবিষয়ে প্রতিক্রিয়া দিলেন রানাঘাট পুরসভার পুরপ্রধান কোশল দেব বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন দুয়ারে সরকারের সময়সীমা বাড়ানোর ফলে উপকৃত হবে সাধারণ মানুষ। একই সঙ্গে তিনি আবেদন করেন এখনো যারা দুয়ারের সরকারের সুবিধা নেননি তারা যেন অতিসত্বর এই সুবিধা নেন।আগামী ৩রা ডিসেম্বর পুরসভার অতিথি নিবাস আহেলিতে এবং ৪ ও ৫ই ডিসেম্বর রানাঘাট পুরসভার সৃজা অতিথি নিবাসে আয়োজিত হবে।