বিজেপির ডেপুটেশন কর্মসূচিকে ঘিরে তীব্র উত্তেজনা।

0
199

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- বিজেপির ডেপুটেশন কর্মসূচিকে ঘিরে তীব্র উত্তেজনা।শুক্রবার মালদার চাঁচলের ঘটনার চাঞ্চল্য ছড়িয়েছে। এদিন চাঁচল মহকুমা শাসকের দপ্তরের সামনে বিজেপির মিছিল ছিল। অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদ বাধা দেয়।আর এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে।সারের কালোবাজারি নিয়ে আজক চাঁচলের মহকুমা শাসকের দপ্তরের সামনে বিজেপির বিক্ষোভ কর্মসূচি ছিল। মহকুমা শাসকের দপ্তরের ঠিক পাশেই রয়েছে চাঁচল কলেজ। চাঁচল কলেজের সামনে দিয়ে যাচ্ছিল বিজেপির মিছিল। সেখান থেকেই চোর বলে কটাক্ষ করা হয়। এই নিয়ে শুরু হয় যায় উত্তেজনা। লাঠি হাতে দাপায় তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকরা এমনই ছবি আমাদের ক্যামেরায়। পাল্টা বিজেপি কর্মী সমর্থকরা ও তেড়ে আসে আর এই নিয়ে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই পক্ষ।চাঁচল থানা থেকে বিশাল পুলিশ বাহিনী এনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তৃণমূল শীর্ষ নেতৃত্বের প্ররোচনায় এই ধরনের ঘটনা ঘটেছে তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকরা দাবি বিজেপি নেতৃত্বের।
বিজেপির মিছিল থেকে কলেজের ছাত্র-ছাত্রীদের উপর হামলা করা হয় বলে অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের।

মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক বাবু সরকার বলেন,বিজেপি মিছিল করছে ভালো কথা।কিন্ত কলেজের সামনে দিয়ে মিছিল করে ওরা ছাত্রদের ধাক্কা দিচ্ছে।এটা মেনে নেওয়া যায়না।