শুক্রবার উত্তর মাঝের ডাবরি গ্রামে ভল্লুক বাগে আনতে নাজেহাল বনকর্মীরা।

0
235

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- শুক্রবার উত্তর মাঝের ডাবরি গ্রামে ভল্লুক বাগে আনতে নাজেহাল বনকর্মীরা। ভল্লুক বাগে আনতে বক্সাতে চালু হচ্ছে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোটোকল।এদিন একেবারে হুলুস্থুল কান্ড বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল লাগোয়া উত্তর মাঝের ডাবরি গ্রামে। একেবারে লেজে গোবরে অবস্থা বন কর্মীদের। জাল দিয়ে ধরতে গিয়ে কয়েকবার ছুটে জাল থেকে বেড়িয়ে যায় ভল্লুক। একেবারে টেনে হিচরে চেপে শেষ মেস ভল্লুককে বাগে আনেন বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা। ভল্লুক বাগে আনতে আচরে জখম হয়েছেন একজন। শুক্রবার সকাল ১১ টা নাগদ বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনাঞ্চল থেকে একটি ভল্লুক উত্তর মাঝের ডাবরি গ্রামে ঢুকে পরে। এবার থেকে ভল্লুক বাগে আনতে এস ও পি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোটোকল চালু করছে বন দফতর।

লাগাতার ভল্লুকের দেখা মিলছে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল লাগোয়া এলাকায়। এই ভল্লুক কাবু করতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়। বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল লাগোয়া এলাকায় ভল্লুকের আক্রমনে নিহত বা আহত হওয়ার ঘটনা না ঘটলেও গত বছর ২৪ নভেম্বর মালবাজারে ভল্লুকের আক্রমনে একজনের মৃত্যু পর্যন্ত হয়েছে। কালচিনির বাঙ্গাবাড়ি এলাকায় ভল্লুক লোকালয়ে চলে এসেছিল। শুধু চলতি সপ্তাহে প্রায় প্রতিদিনই কালচিনিতে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল লাগোয়া এলাকায় ভল্লুক বেড়িয়ে লোকালয়ে ঢুকে পরে। ভল্লুক বাগে আনতে এস ও পি বা স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম চালু করতে চাইছে বন দফতর। বনকর্তাদের একাংশের কথায়, বনকর্মীরা সচরাচর হাতি, বাইসন বা চিতাবাঘ তাড়াতে অভ্যস্থ হলেও, ভালুককে কাবু করার ক্ষেত্রে ততটা অভস্থ নন। সেজন্যই ভালুক কাবু নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়ে বন দফতরের অন্দরে। বক্সা ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা অপূর্ব সেন বলেন, “লোকালয়ে বেরিয়ে পড়া ভালুকদের বন কর্মীরা দক্ষতার সঙ্গেই কাবু করছেন। তবে ভালুক কাবু করতে একটি এসওপি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রটোকল তৈরির কথা ভাবা হচ্ছে।”
বনকর্তারা জানান, এসওপি-তে ভালুককে কাবু করার ক্ষেত্রে কতটা দূরে জাল বিছতে হবে বা মানুষকে কতটা দূরে সরিয়ে দিতে হবে কিংবা যদি ভালুকটিকে ঘুম পাড়ানি গুলি ছুড়ে কাবু করতেই হয়, তবে কোন পরিস্থিতিতে সেটা করতে হবে- এমনই নানা বিষয় উল্লেখ থাকবে। তাঁরা জানান, ভালুক কাবু করতে বনকর্মীদের আলাদা প্রশিক্ষণের প্রয়োজন নেই। কিন্তু আচমকা গত বছর থেকে সমতলে ভালুক বের হতে শুরু করায়, এই ভালুক নিয়ে সাধারণ মানুষের মতোই বনকর্মীদের মধ্যেও নানা প্রশ্ন ঘোরাফেরা করছে। এক বনকর্তা জানান, ভালুক দেখলে যে ঘাবরানোর কিছু নেই, সেটাও বনকর্মীদের বোঝানো হচ্ছে।