দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে অনাস্থা চেয়ে বালুরঘাটের বিডিওর সাথে দেখা করলেন ডানা গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্যরা। বিজেপি সদস্যদের অভিযোগ ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান যিনি বর্তমানে তৃণমূল কংগ্রেসের সদস্য তিনি বিজেপি সদস্যদের সাথে সদ ব্যবহার করে না। বিজেপি সদস্যদের না জানিয়ে বিভিন্ন কাজ তার দলের সদস্যদের নিয়ে করে যাচ্ছে। যেমন ১০০ দিনের কাজ, টিউবওয়েল লাগানোর কাজ সহ বিভিন্ন কাজ তিনি করে যাচ্ছেন তাদের দলের সদস্যদের না জানিয়ে। এদিন গ্রাম পঞ্চায়েতের ১০ জন বিজেপি সদস্য বিডিওর সাথে দেখা করে অনাস্থা চেয়ে প্রস্তাব আনেন। প্রসঙ্গত উল্লেখ্য বর্তমানে তৃণমূল প্রধান গত পঞ্চায়েত ভোটে বিজেপি সদস্য হিসেবেই জয় লাভ করেন। সংখ্যাগরিষ্ঠ বিজেপি সদস্যদের মনোনয়নে তিনি প্রধান নির্বাচিত হন। সেই সময় পঞ্চায়েতটির অবস্থান ছিল বিজেপির ১১ জন সদস্য তৃণমূল ছয় জন এবং বামেদের তিনজন সদস্য ছিল। পরবর্তীকালে বিজেপি প্রধান তৃণমূলে যোগদান করে। এই মুহূর্তে তৃণমূলের একজন সদস্য মারা যাওয়ায় পঞ্চায়েতের অবস্থান ১০ বিজেপি ছয় তৃণমূল ও তিন বাম।
Home রাজ্য উত্তর বাংলা ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে অনাস্থা চেয়ে বালুরঘাটের বিডিওর...