বাঁকুড়া সমগ্র শিক্ষা মিশনের উদ্যোগে বিশ্ব প্রতিবন্ধী দিবস উদযাপন ইন্দাস চক্র কেন্দ্রে।

0
180

আবদুল হাই,বাঁকুড়াঃ বাঁকুড়া সমগ্র শিক্ষা মিশনের উদ্যোগে ইন্দাস চক্রের পরিচালনায় ৩ রা ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস উদ্যাপন হল ইন্দাস চক্র সম্পদ কেন্দ্রে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,২ ৫ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু সহ তাদের অভিভাবক মন্ডলী। এই উপলক্ষে অঙ্কন, প্রবন্ধ প্রতিযোগিতা ও অভিমূখীকরণ বক্তব্য দানের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়। প্রতিটি প্রতিযোগিকে পেনিস বক্স,রং পেন্সিল ও ছবি আঁকার খাতা সামগ্ৰী তুলে দেওয়া হয়। আজকের দিনের গুরুত্ব ও তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে রোল মডেল স্টেট অ্যাওয়ার্ড প্রাপ্ত বিশেষ শিক্ষক সৈয়দ হাবিবুর রহমান বলেন, প্রতিটি শিক্ষাঙ্গনে বিশ্ব প্রতিবন্ধী দিবস পালন করতে হবে। সাধারণ ছাত্র ছাত্রীদের সমন্বয় সাধন হবে এবং সকলে আজকের দিনের তাৎপর্য ও গুরুত্ব জানতে পারবেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ইন্দাস চক্র কেন্দ্রের স্পেশাল এডুকেটার সৈয়দ হাবিবুর রহমান ও চন্দন কুমার ঘোষ। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অবর বিদ্যালয় পরিদর্শক দীপ মজুমদার।