মহাসমারহে পালিত হল মায়াপুর ইসকন মন্দিরের গীতা জয়ন্তী উৎসব।

0
302

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  মহাসমারহে পালিত হল মায়াপুর ইসকন মন্দিরের গীতা জয়ন্তী উৎসব। সাতদিনব্যাপী এই অনুষ্ঠানের শনিবার ছিল সমাপ্তি দিবস। উৎসবের শুরুর দিন থেকে সমাপ্তির দিন পর্যন্ত ভক্তের সমাগম ছিল চোখে পড়ার মতো। এদিন হাজার হাজার ভক্তের সমবেত কন্ঠে করা হয় গীতা পাঠ। দেশ এবং বিদেশের সমস্ত ভক্তরাই সংস্কৃতে গীতা পাঠ করলেন মায়াপুর ইসকন মন্দিরে গীতা উৎসব অনুষ্ঠান প্রাঙ্গনে।

গীতা পাঠ ছাড়াও এ দিন ছিল একাধিক অনুষ্ঠান ও কর্মসূচি। পুরান মতে জানা যায় কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণ অর্জুনকে যে বাণী দিয়েছিলেন তাই লিপিবদ্ধ করা হয়েছে শ্রীমদ্ভগবত গীতাতে। আনুমানিক সকাল সাড়ে নটা নাগাদ গীতা পাঠ করার প্রক্রিয়া শুরু হয়। জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে মিলে এই গীতা পাঠ করেন বলে জানা গিয়েছে।

এদিনের এই অনুষ্ঠানে অসংখ্য ভক্তরা দেশ-বিদেশ থেকে উপস্থিত হওয়ার কারণে মায়াপুর ইসকন মন্দিরে ভিড় ছিল চোখে পড়ার মতো। গত দু’বছর করোনা মহামারীর কারণে সেই অর্থে কোন উৎসবই জাকজমকপূর্ণভাবে পালন করা হয়ে ওঠেনি মায়াপুর ইসকন মন্দিরে। তবে এই বছর থেকে পরিস্থিতি পাল্টে গিয়েছে, আবারও স্বমহিমায় পুরনো স্বাভাবিক ছন্দে ফিরে এসেছে মায়াপুর ইসকন মন্দির।