পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ৩রা ডিসেম্বর অর্থাৎ শনিবার ভারত মাতার বীর সন্তান শহীদ ক্ষুদিরাম বসুর ১৩৪ তম জন্ম দিবস উপলক্ষে এই দিন তার জন্মভিটে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের মোহবনীতে শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্য দান মাল্যদান ও পুষ্প অর্পনের মধ্যে দিয়ে ক্ষুদিরাম বসুর জন্ম দিবস পালন করল কেশপুর থানার ভারপ্রাপ্ত অফিসার অঞ্জনি কুমার তেওয়ারি,BDO দীপক কুমার ঘোষ,এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তথা ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আশীষ হুদাই, সমাজসেবী তথা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ পাঁজা,হাবিবা বেগম সহ অন্যান্য বিশিষ্ট সমাজসেবী ও ছাত্রছাত্রী বৃন্দ। গত কয়েকদিন আগে চারটি অঞ্চল সভাপতি নাম ঘোষণা হওয়ার পর দলের মধ্যে অন্তত দ্বন্দ্বের ঘটনা ঘটে সেই ঘটনা নিয়ে ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আশিস হুদাইত রাজ্য তৃণমূলের সভাপতি সুব্রত বক্সীর সঙ্গে বৈঠক করেন,সেই প্রসঙ্গ নিয়ে তিনি বলেন আমরা সকল নেতৃত্বকে সঙ্গে নিয়ে আগামী পঞ্চায়েত ভোটে সঙ্ঘবদ্ধ হয়ে লড়াই করব, বিরোধীদের যোগ্য জবাব দেব, অন্যদিকে ক্ষুদিরাম বসুর জন্ম ভিটেকে আরো ঢেলে সাজানো নিয়ে তিনি বলেন এই কমিটির সভাপতি হচ্ছেন জেলাশাসক আয়েশা রানী, স্বাভাবিকভাবে সেইসব দাবি তার কাছে আর তুলে ধরা হবে।
Home রাজ্য দক্ষিণ বাংলা মোহবনীতে শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্য দান মাল্যদান ও পুষ্প অর্পনের মধ্যে...