শুভেন্দুর জনসভায় আসা বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ, দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ বিজেপির।

0
259

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- শুভেন্দুর সভায় যাওয়ার পথে বিজেপি কর্মী, সমর্থকদের উপরে হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে৷ সেখানে বিজেপি কর্মী,সমর্থকদের মারধর করা হয় বলেও অভিযোগ৷ ওই ঘটনার প্রতিবাদে কোচবিহার বিজেপির পক্ষ থেকে মরাপোড়া চৌপথীতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। ওই পথ অবরোধ প্রায় ৩০ মিনিট ধরে চলে। তাতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের হস্থক্ষেপ পথ অবরোধ তুলে নেন বিজেপি কর্মীরা এবং যান চলাচল স্বাভাবিক করে দেয়।

এদিন সেখানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা বিজেপির সভাপতি তথা কোচবিহার উত্তর বিধানসভার বিধায়ক সুকুমার রায়, কোচবিহার দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে, বিজেপির সাধারণ সম্পাদক বিরাজ বোস, অর্পিতা নারায়ণ, দীপা চক্রবর্তী সহ অনেকে।

বিজেপির অভিযোগ, আজ ডায়মন্ড হারবারে শুভেন্দু অধিকারীর সভা ছিল৷ সেই সভায় আসার পথে দক্ষিণ চব্বিশ পরগণার বিভিন্ন জায়গায় বিজেপি কর্মী, সমর্থকদের বাধা দেওয়া হচ্ছে৷ কুলপিতেই বিজেপি কর্মী, সমর্থকদের বাস ভাঙচুর করা হয় বলে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিকেলে কোচবিহার জেলার মরাপোড়া চৌপথীতে দিনহাটা – কোচবিহার মেইন রোড অবরোধ করে বিক্ষোভ দেখান জেলা বিজেপি নেতা কর্মীরা।