খড়গপুরে রেলের অনুষ্ঠানে দিলীপ ঘোষকে এড়িয়ে গেলেন খড়গপুরের বিজেপি বিধায়ক হিরন।

0
235

খড়গপুর, নিজস্ব সংবাদদাতা:- যখন দক্ষিণ 24পরগনার ডায়মন্ডহারবারে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সভা ঠিক তার বিপরীতে পূর্ব মেদিনীপুরে অভিষেক বন্দোপাধ্যায় সভা।এরই মাঝে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরে পৌঁছলেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ।
।এর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক ইস্যু নিয়ে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। পশ্চিম মেদিনীপুরের খড়গপুর স্টেশনে যাত্রীসুবিধা ব্যবস্থা উন্নত করতে, দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর বিভাগ তিনটি লিফট নির্মাণ করেছে। নতুন ফুট ওভার ব্রিজের সঙ্গে যুক্ত এই লিফ্টগুলি, প্লাটফর্ম নম্বর ১ও২, ৫ও৬ এবং খড়গপুর স্টেশনের দক্ষিণ দিকের সঞ্চালন এলাকায় নির্মিত হয়েছে। খড়গপুর স্টেশনে এই ধরনের যাত্রী সুবিধার কাজে নতুন ফুট ওভার ব্রিজে প্রবেশ করে এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে যাত্রী চলাচলের প্রবাহকে সহজ করবে। খড়্গপুরে লিফটের ব্যবস্থা 2018-19 সালে প্রস্তাবের সাথে অনুমোদন করা হয়েছিল। খড়্গপুর স্টেশনের মান উন্নয়নের জন্য প্রচুর যাত্রী সুবিধার কাজ করা হয়েছে বলে রেলের দাবি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ।নতুন ফুট ওভার ব্রিজে ০৩ (তিন) নম্বর লিফট জনগণের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। রেলের আধিকারিকরাও এই সময় উপস্থিত ছিলেন।

কিন্তু ফলকে খড়গপুর বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্যায় এর নাম থাকলেও গতবারের মতোই এবারও তার অনুপস্থিত লক্ষ করা গেল। বারংবার দিলীপ ঘোষ থাকা কালীন রেলের অনুষ্ঠান গুলি এড়িয়ে যাচ্ছেন কেন খড়গপুরের বিধায়ক তা নিয়ে তৈরি হয়েছে জোর জল্পনা।
অবশ্য এই বিষয়ে খড়গপুর শহরের বিজেপি বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্যায় কে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন তোলেননি।