নদীয়া, নিজস্ব সংবাদদাতা :- গত ৩রা ডিসেম্বর ছিল বিশ্ব প্রতিবন্ধী দিবস। তাকে স্মরনীয় করে রাখতে নদীয়ার নবদ্বীপের একটি প্রতিবন্ধী স্বেচ্ছাসেবী সংগঠন নবদ্বীপ শ্রী চৈতন্য ওয়েলফেয়ার সোসাইটি ফর দ্যা ডিসেবেলড প্রতিবন্ধিদের নিয়ে দুই দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে।
গতকাল তারা নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালের সহায়তায় আয়োজন করে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের।
এই শিবিরে প্রতিবন্ধীরাই রক্ত দান করেন ।
আজ দ্বিতীয় দিনে ৪ঠা ডিসেম্বর সংগঠনের তরফে আয়োজন করা হয় এক ক্রিকেট ম্যাচের,
যেখানে অংশ নেয় নবদ্বীপ শ্রী চৈতন্য ওয়েলফেয়ার সোসাইটি ফর দ্যা ডিসেবেলড ও কৃষ্ণ নগর এ্যাকাডেমি। পনেরো ওভারে এই খেলা অনুষ্ঠিত হয়।
এই সংগঠনের সভাপতি বলেন স্বাভাবিক মানুষের কাছে একটাই বার্তা দিতে চাই যাতে সমস্ত মানুষ একে অপরের বিপদে এগিয়ে আসে রক্ত সংকট মেটাতে সেই কারনে রক্ত দান শিবিরের আয়োজন ও এই খেলাটি আমাদের সপ্তম বর্ষে পদার্পন করলো।
সামগ্রিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবদ্বীপের বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা সহ অনেকে।